পজেস্ড চপলদের বাসার সামনে এসে সিএনজির ভাড়া ঢুকিয়ে সদর দরজাটা খুলতেই কে যেন মাথার মধ্যে বলে উঠলাে, ‘মহাবিপদ সামনে, পালাও, এখনি পালাও'। ডা. সেন। তবুও চপলদের বাসায় ঢুকলেন। বুইরা হারামজাদা আসছে, ওরে মাইরা তারপর তােদের। মারবাে। কেউ বাঁচতে পারবি না। থাসাস স্কোতসাে। ওলিও এনা প্রােস এনা (এক এক করে তােদের সবাইকে মারবাে) । হা হা হা হা...। দোতলার সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই পৈশাচিক কণ্ঠের হাসিটা শুনতে পেলেন ডা. সেন। ভারী পুরুষালি কণ্ঠস্বর । হাসিটার মধ্যে একরকমের তীক্ষণতা আছে, মেরুদণ্ড শীতল করে দেয়। ডা. সেন ঘরে ঢুকে দেখেন চপল মাথায় এক হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে অন্য হাতে মুন্নির বুকটা চাপ দিয়ে। ধরে রেখেছে, তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। উপল আর পারভিন মিলে আতঙ্কিত মুখে বিছানার সাথে মুন্নির। হাত আর পা চেপে ধরে আছে, শাহেদা খাতুন কোরান। শরীফ মেলে ধরে জোরে জোরে সুরা পড়ছেন। আর মুন্নি অপ্রাকৃতিক হাসি মুখে দরজায় দিকে তাকিয়ে আছে। ডা. সেনকে দেখেই মুন্নি বলে উঠলাে, আয় আয় শুয়ােরের বাচ্চা, থা পেতানেস মি তনপাে পাে স্কোতসেস তি গাইনাকাসাে। (তােকেও সেইভাবে মারবাে যেভাবে তাের বউকে মেরেছিলাম)।। তারপর শ্বাশুড়ির দিকে তাকিয়ে বললাে। চুপ কর হারামী, নাটক করিস? তাের দোয়ায় কিছু হবে না। বলেই আবার পুরুষের কণ্ঠে অট্টহাসি দিলাে.
তৌফিকুর রহমান
তৌফিকুর রহমান জন্ম : মার্চ ১৯৭১, জন্মস্থান : ঢাকা স্কুল জীবনেই কবিতা আর ছােটগল্প লেখায় হাতেখড়ি।। তবে পেশাগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন লেখালেখি থেকে দূরে ছিলেন। মানুষের মনােজগৎ ও আধিভৌতিক। বিষয়গুলাে তাকে বিশেষভাবে আকর্ষণ করে আর তাই। তার লেখার মূল প্রতিপাদ্য অপার্থিব রােমাঞ্চ গল্প। রূপার। মাদুলি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। তবে ব্যক্তিগত আগ্রহের কারণেই এ বিষয়ে আরও লেখালেখি চলছে। গল্প ছাড়াও তিনি কবিতা এবং বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিতভাবে পেশা সম্পর্কিত নিবন্ধ লিখে থাকেন।। উচ্চ মাধ্যমিকের পর যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি । ইতােমধ্যে বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচচপদস্থ কর্মকর্তা হিসাবে কাজ করেছেন। কর্মজীবনের বাইরে। শিক্ষকতা করতে ভালােবাসেন। নর্থ সাউথ ও আইএউবিএটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন লেকচারার হিসাবেও কাজ করেছেন। বই পড়া আর ভ্রমণ তার প্রধান শখ। পেশাগত কারণে এ পর্যন্ত বিশ্বের ২৯টি দেশ এবং বাংলাদেশের প্রায় সকল উপজেলা ভ্রমণ করেছেন। বর্তমানে একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক। হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিজীবনে স্ত্রী রুশদিনা খান, পুত্র ফারাজ রহমান এবং কন্যা জায়না রহমানকে নিয়ে তার ঘর-সংসার