ফ্লাপঃ "জীবনের সুখ-দুঃখগুলো বৃষ্টির মত। ক্ষণিকের জন্য আসে, তারপর চলে যায়। শতচেষ্টা করেও এদের আটকে রাখা সম্ভব হয় না। চলে গেলেও এরা চিরতরে হারিয়ে যায় না। বিশেষ বিশেষ সময়ে মনের জানালায় উকি দেয়। উকি দিয়ে জানিয়ে দেয় - আমরা এখনও বেচে আছি। এই লেখাটিতে বার বার বৃষ্টির কথাটি এসেছে। অবেলার সেই বৃষ্টিতে অতি সাধারণ কিছু চরিত্রের সুখ-দুঃখগুলো ভিজেছে।" "জন্ম ১ এপ্রিল, ১৯৯০, পুরোনো ঢাকার একটি মধ্যবৃত্ত পরিবারে। গ্রাজুয়েশান এবং পোষ্ট গ্রাজুয়েশান কমপ্লিট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। অবেলা তার প্রথম উপন্যাস। লেখালেখির পাশাপাশি তিনি সংগীত জগতের সাথেও জড়িত আছেন। "
মানিক বন্দ্যোপাধ্যায়
১৯মে ১৯০৮ সালে বিহারের দুমকা শহরে জন্ম। অঙ্কে অনার্স নিয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে বাজি ধরে ১৯২৮ সালে লিখে ফেললেন প্রথম গল্প অতসী মামী। প্রকাশিত হল ‘বিচিত্রা পত্রিকায় এরপর মাত্র ২১ বছর বয়সে উপন্যাস দিবারাত্রির কাব্য’। আলােড়ন পড়ে যায়। এরপর এক-এক করে অনেক লিখেছেন। তার মধ্যে বিশেষভাবে স্মরণীয়—পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা, জননী, স্বাধীনতার স্বাদ ইত্যাদি। উল্লেখযােগ্য গল্পগ্রন্থ—প্রাগৈতিহাসিক, আজ কাল পরশুর গল্প, ছােট বকুলপুরের যাত্রী। বৈজ্ঞানিক মতাদর্শে দীক্ষিত এই কথাশিল্পী সারাজীবন চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন। সাহিত্য-সাধনা ছিল জীবিকার একমাত্র অবলম্বন কোথাও কখনও আপােস করেননি। প্রয়াণ ৩ ডিসেম্বর ১৯৫৬।