পাঁচ গোয়েন্দা দুর্গম পাহাড়ে একটি কিশোর অ্যাডভেঞ্চার। একই সঙ্গে এটি গোয়েন্দা কাহিনীও। এই বইয়ে রয়েছে রহস্য, গোয়েন্দা অ্যাডভেঞ্চারের স্বাদ।
পাঁচ কিশোর অ্যাডভেঞ্চারে বের হয় দেশের নানা প্রান্তে। কখনো পাহাড়কাঞ্চনপুরের গভীর জঙ্গলে, কখনো সিলেটের চা বাগানে, জাফলং, আবার কখনো দুর্গম পাহাড়ে। যেখানেই যায় গোয়েন্দাগিরি যেন করতেই হয়। তবে, পাহাড়ে গিয়ে বেশি মুগ্ধ হয় ওরা। একসময় সিদ্ধান্ত নেয় দুর্গম পাহাড় পাড়ি দেবে।
সবরকম চ্যালেঞ্জ নিতে আগ্রহী পাঁচ কিশোর। দুর্গম পাহাড়ে যেতে যেতে ঘটতে থাকে নানা ঘটনা। ভয়ংকর সেইসব ঘটনার মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত পৌঁছে যায় দুর্গম পাহাড়ে। তারপর? তারপর রয়েছে অনেক ঘটনা।
কথাসাহিত্যিক শাহআলম সাজু পাঁচ গোয়েন্দা দুর্গম পাহাড়ে কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাসে সুন্দরভাবে তুলে ধরেছেন সেই কাহিনী । কিশোর বন্ধুরা, পাঁচ গোয়েন্দা দুর্গম পাহাড়ে গল্পের ভূবনে তোমাদের স্বাগতম। এই উপন্যাস পড়তে পড়তে একদিন তোমরাও অ্যাডভেঞ্চারে যেতে চাইবে, গোয়েন্দা হওয়ার