সাত পাহাড়। সাত পাহাড়ের চূড়া সবচাইতে পবিত্র জায়গা নামে পরিচিত সাতটি রাজ্যের মাঝখানে। এর চূড়া সাতটি পাহাড় থেকে আরেকটি আলাদা অংশে পর্বত শৃঙ্গ হয়ে উঁচু স্থানে অবস্থান করছে। এখানে আছে একটি পবিত্র হাতের বালা। এই সাতটি রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর একটি রাজ্য হচ্ছে সিমেন্তিয়া। সিমেন্তিয়ার রাজা হচ্ছেন অত্যন্ত প্রজাদরদি একজন মানুষ। মায়া দিয়ে একজন মানুষ হিসেবে তার ভালোবাসা প্রকাশ করেন এবং যেকোনো ধরনের আবদারের ক্ষেত্রে ন্যায়ভাবে এবং যুক্তিসংগতভাবে তিনি সাহায্য করে থাকেন। তার বিভিন্ন রকম কাহিনি আছে প্রজাদের প্রতি ভালোবাসার ও দয়াদাক্ষিণ্যের।