লেখিকা পিওনা আফরোজকে আমরা চিনি কথাশিল্পী হিসাবে। তাঁর লেখায় ফুটে ওঠে জীবনের গভীর সব ভাবনাগুলো। মানুষের মন নিয়েই তাঁর বিচরন। পিওনা আফরোজ এর প্রথম কাব্যগ্রন্থ ‘অভ্যেসের মতো কিছু ভুল’ এর ব্যতিক্রম নয়। বরং এতে নতুন মাত্রা নিয়েছে তাঁর জীবনবোধ।
কখনো রৌদ্রতাপো দগ্ধ হয়ে, কখনো বা প্রবল ঝড়ের মাঝে তিনি খুঁজে বেড়িয়েছোল জীবনের অর্থ, সাঁঝের কুয়াশা গায়ে মেয়ে মেটাতে চেয়েছেন জীবনের ঋণ, আবার অভিমানের নোনাজলে ভেসে গিয়ে অনুযোগ করেছেন- বুঝি ঈশ্বর তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তাঁর প্রজাপতি জীবনের অসংখ্য স্মৃতিগাঁথা। দহনকালের বেদনা, বিসর্জনের মায়া ভরা কবিতাগুলো অলক্ষ্যে সবার মন কেড়ে নিবে সহজে। প্রেম, বঞ্চনা- অভিমান, অপূর্ণতা নিয়ে এক অসামান্য কাব্যকথা এই বইটি।