কত সুর লুকিয়ে আছে সাত নদীর বুকে? কেন এমন হাহাকার লাগে সেই সুরে? সবাই নাকি শুনতে পায় না সেই সুর, হয়ত সেটাই ভালো। কারণ যে শুনতে পায়, তার আর কোন শান্তি থাকে না। উন্মত্ত এক আক্রোশে কাটে সারাক্ষণ। যদি না- সপ্তসুরের অলৌকিক মায়াজাল নিয়ে আসিফুর রহমানের অনবদ্য এক গল্প, সাথে মায়াবী সব আঁকা নিয়ে এই কমিকস। অভিশপ্ত সাতাশ, কী লুকিয়ে আছে সাতাশে? জানলে নতুন করে ভাবতে বসবেন ই।