অভিশপ্ত রঙধনু - ডা. শামসুল আরেফীন শক্তি | বইবাজার.কম

অভিশপ্ত রঙধনু

বইবাজার মূল্য : ৳ ২৮৪ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৩৫৪

প্রকাশনী : দারুল ইহদা





WISHLIST


Overall Ratings (1)

Solitary
23/02/2020

সমসাময়িক যে সমস্যাগুলো উম্মাহ মোকাবেলা করছে তার মধ্যে অন্যতম এই 'সমকামিতা'। যে কোনো ফিতনাকে মোকাবেলা করার জন্য তার ইতিহাস, দর্শন, যুক্তি এবং কেন তা ফিতনা, তার ফিকহ জানা দরকার। আপনি ঘরের দরজা খুললেই দেখবেন এসব ফিতনা দাঁড়িয়ে। যা ঘৃণার জিনিস ছিল, দেখবেন তা হবে উপহাসের জিনিস, এরপর উপহাস থেকে হবে জাস্ট ঠাট্টা-তামাশার জিনিস, এরপর তা হবে স্বাভাবিক একটা জিনিস। একেই ফিতনা বলে। যা একসময় ঘৃণা করতাম, তা এখন আর ঘৃণা করছি না, হাদিসে এসেছে তার মানে সে ফিতনায় নিপতিত। সেদিন দেখলাম, মুক্তচিন্তা আর ব্যক্তিস্বাধীনতার দেশ আমেরিকায় এক মুসলিম বাবাকে জেলে আটকে রেখেছে। কারণ, সে তার সন্তানকে 'সমকাম স্বাভাবিক ভাবার' ক্লাসে যেতে দিতে চায় না। নাটক সিনেমায় সমকামী চরিত্র রাখা হচ্ছে। বসে নেই এনজিওরা। বাঙালি ছেলেমেয়েরা বিয়ে করছে সমলিঙ্গের বিদেশীদের। খোলা হচ্ছে সমকামীদের মসজিদ। মিডিয়া এগুলো প্রচার করছে ফলাও করে। চুপ করে থাকলে সমাধান, যার আলোচনা নেই তা দাফন হয়ে যায়, এ কথা এই মিডিয়া আগ্রাসনের যুগে খাটেনা। এটা এই ফিতনার ব্যাপারে একটা 'বিশ্বকোষ'। সমকাম নামক ফিতনার দর্শন, ইতিহাস, ষড়যন্ত্র, যুক্তি-প্রতিযুক্তি, বায়োলজি, ইসলামের দৃষ্টিকোণ, শাস্তি সব উঠে এসেছে বইটিতে। কীভাবে আপনার আমার সন্তানকে এই মহামারী থেকে বাঁচাব, তারও কিছু 'এদিক-সেদিক' উঠে এসেছে। প্রতিটি সচেতন মুসলিমের শেলফের একটু আড়ালে বইটির জায়গা পাওয়া উচিত।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com