অনেক দেরি হয়ে গেছে। মৃত্যু হয়ে এখন আমি তোদের দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছি। তোরা কি ভাবলি এখানে খাজানা রয়েছে? হাহা হাহাহ! এটা আমার ভিটে! এখানে কেবল আমি থাকি আর কেউ না! আমাকে অপঘাতে মারা যেতে হয়েছিল। ওই বড়ো রানি আমাকে মিথ্যে বলে এখান থেকে নিয়ে গিয়ে তলোয়ার দিয়ে আমার শিরটা সেদিন ধর থেকে আলাদা করে দিয়েছিল। মানুষের কোনো করুণা নেই। তারা পাথর। তারা শুধু লোভ আর স্বার্থপরতা বোঝে। কাউকে ছাড়ব না আমি, কাউকে না!