নারী আমরা নারী কেবলই নারী, তাই বলে কি! কখনই ছিলাম মানুষ নামের মানুষধারী । ভেবেছ কি মানুষ? তিলে তিলে আমাদের গড়েছ স্বপ্নহীন রঙিন ফানুস । নারী যেন নীলতিমি গিলে খায় ইচ্ছা অনিচ্ছা, জীবন সায়াহ্নে বিবর্ণ কিসসা ।
দিলরুবা নীলা
লুসি চৌধুরী
Overall Ratings (0)