মূলত কবিতার জন্ম হয়েছিল বিষাদ থেকেই । কিছু পাওয়া না পাওয়া, ব্যথা, ব্যর্থতা, অভিমান আর অব্যক্ত ভালোবাসা থেকেও কবিতার জন্ম হৃদয়ের গভীরে গিয়ে যখন এমন হাজারো ব্যথা, ব্যর্থতা, অভিমান বড় বড় ক্ষতের জন্ম দেয় তখন এমন শতাধিক খণ্ডিত ক্ষত দিয়েই সৃষ্টি হয় অভিমানের পাহাড়। অভিমান যখন বেদনায় পরিণত হয় তখন নীল বিষে গড়ে ওঠে ‘অভিমানের নীল পাহাড়। কবি দিলরুবা নীলা চমৎকার শব্দ বিন্যাসে বুঝিয়ে গেছেন ভালোবাসা কি? নির্মম এ কঠিন পাহাড় কি আদতেই ভালোবাসতে জানে? নাকি কেউ আকাশ ছুঁতে পেরেছে কোনোদিন! কবি তুলে ধরেছেন নীল বিষে বিষাক্ত কোনো এক শ্রাবস্তীর কথা। কবির কোমলমতি শব্দের স্পর্শে বিচূর্ণ হয়েছে ক্রোধ, ক্ষোভ, ব্যথা আর অভিমানেরা। দণ্ডায়মান নয় বরং কবিতার ঢলে বিচূর্ণ হোক ‘অভিমানের নীল পাহাড়'।