বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী প্রথম শ্রেণিতে প্রথম হওয়া দেবযানী সাহা। শিক্ষাজীবন শেষ হওয়ার পর যৌন হেনস্তার অভিযোগ তোলে সে শিক্ষক শাহজাহানের বিরুদ্ধে। এই ছাত্রীর সঙ্গে অধ্যাপকের ঘনিষ্ঠতা পরিবার পর্যন্ত বিস্তৃত ছিল। শাহজাহানের স্ত্রী তাসলিমার সঙ্গে ছিল দেবযানীর গভীর সখ্য। কিন্তু শাহজাহানের বিরুদ্ধে এই অভিযোগের ঘটনায় তাঁর সাংসারিক ও সামাজিক জীবনে ঝড় ওঠে।
ক্যাম্পাস হয়ে ওঠে উত্তপ্ত। কাহিনিসূত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাজনীতি, মারকুটে ছাত্রনেতা শোয়েব কামরান, মেয়েদের হলের দাপুটে নেত্রী হোসনে আরার কথা যেমন এই উপন্যাসে উঠে এসেছে, তেমনি উঠে এসেছে শাহজাহানের কলকাতায় পিএইচডি করতে যাওয়া সময়ের স্মৃতিও। রবীন্দ্রভারতীর ছাত্রী মুর্শিদাবাদের মেয়ে নিগার সুলতানার সঙ্গে উত্তাল প্রেমের সেই দিনগুলোকে মনের গোপনে লুকিয়ে রাখেন শাহজাহান।
এমন একজনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ কেন তোলা হলো? এর সত্যতা কতটুকু আর কতটুকুই-বা এর পেছনে অন্যের প্ররোচনা কাজ করেছে? উপন্যাসের শেষাবধি সে কৌতূহলই পাঠককে এগিয়ে নেবে।