আউটলায়ার্স (হার্ডকভার)
বইবাজার মূল্য : ৳ ২৮০ (২০% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ৩৫০
প্রকাশনী : সাফল্য প্রকাশনী
বিষয় : ধ্যান ও আত্মনির্ভরতা
সাফল্য অর্জনের জন্য কেবল পরিকল্পনাই যথেষ্ট নয়।এই বইয়ের অন্যতম দিক হচ্ছে, সাফল্য অর্জনের জন্যএকটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখার সুযোগ দেওয়া এবং তার পক্ষে যথেষ্ট যুক্তি প্রদান। সাফল্য অর্জনের জন্য প্রচলিতসব দিকগুলো বাদ দিয়ে যা অন্য সকলের দৃষ্টি এড়িয়ে যায় তা হচ্ছে : সুযোগ, পিতা-মাতার পর্যাপ্ত সাহায্যসহযোগিতা ও দূরদর্শিতা, ব্যক্তিগত প্রচ- প্রচেষ্টা প্রভৃতি।
বইটির লেখক গল্পের মাধ্যমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের সফলতার অন্তর্নিহিত ও গুরুত্বপূর্ণ দিক সমুহ তুলে ধরেছেন।আমরা অনেক সময় সফল ব্যক্তিদের দেখলে ভেবে বসি যে তাদের ভাগ্য অনেক ভালো বলে তারা সফল হতে পেরেছে।কিন্তু তারা যে কত চেষ্টা করেছে তা আমরা কখনো ভাবি না।সফলতার রাতারাতি যে আসে না তা এই বইটিতে লেখক খুব সুন্দর করে উল্লেখ করেছেন।বইটিকে লেখক দুইভাগে ভাগ করেছেন।প্রথম অংশের নাম হলো সুযো। এই অংশে লেখক দেখিয়েছেন যে নানাবিধ সুযোগ কিভাবে মানুষকে সফলতার শীর্ষে নিয়ে যায়।যার আছে তাকে কেন আরো দেওয়া হবে যাতে তার আরো হয়,কিন্তু যার নেই তার যা আছে তাও কেন তার কাছে থেকে নিয়ে নেওয়া হবে এই বিষয় সম্পর্কে লেখক খুব ভালো উদাহরণ দিয়ে সুন্দর করে নানা বিষয়ে কথা বলেছেন,খুব সুন্দর করে বুঝিয়েছে। কোনো কিছুতে বস হতে হলে ১০০০০ঘন্টা পরিশ্রম করতে হবে তাও লেখক খুব সহজ,সুন্দর করে বলেছেন।বইটির দ্বিতীয় অংশ হলো উত্তরাধিকার বিষয়ক। লেখক এর একটি কথা খুব ভালো লেগেছে তা হলো " যারা সূর্য উদয়ের আগে ঘুম থেকে জাগতে পারে না তারা সারা বছরেও তার পরিবারকে স্বচ্ছল করতে পারে না।বইটিতে লেখক প্রতেকটা বিষয় গল্পের মাধ্যমে উপস্থাপন করেছেন যা আসলেই অনেক ভালোমতো বুজতে সাহায্য করে।অনেক বইতে দেখা যায় যে লেখকরা অনুবাদ করতে গিয়ে প্রধানকথা গুলো লেখক যে ভাবে বুঝাতে চেয়েছিলেন সে ভালে পারে না কিন্তু এই অনুবাদক তা করে নি।সে মোটামোটি লেখের সাথে মিলিয়ে লিখতে সক্ষম হয়েছে। আউটলায়ার্স বইটি পড়লে খুব সুন্দর ব্যখ্যা পাওয়া যাবে যে সফলতা এমনে এমনে চলে আসে না।অনেক ভুল ধারণাও বদলে যাবে।বইটি পড়ে আসলেই অনেক কিছু জানা যায়।যা আসলে অনেক গুরুত্বপূর্ণ জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে।জীবনে সফল হতে হলে অনেক চেষ্টা থাকতে হয়,অনেক কষ্ট হওয়ার পরও উঠে দাড়াতে হয় তা এই বইটি পড়লে খুব ভালো একটা ধারণা পাওয়া যায়।বইটি পড়ে আমার অনেক উপকার হয়েছে।অনেক কিছু জানতে পেরেছি।অনেক বিষয় ভুল ধারণা গুলো ভেঙে গেছে।বইটি সবার পড়ে ফেলা উচিত।বইটি পড়লে বুঝা যায়যে,আমরা কি কি ভুল করার জন্য সফল হতে পারি না।ফলে বইটি পড়ে ভুল গুলোথেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে।লেখক বইটি খুব সুন্দর করে লিখেছে। অনুবাদক ও সে কাজটি ভালোমতো করতে পেরেছেন।সবকিছু গোছালো এবং গল্পের মাধ্যমে বলার জন্য বিষয়টা আরও ভালো লাগে পড়তে।আমার লাইফ এ পড়া কিছু ভালো বইয়ের মধ্যে এটি একটা।তাই সবাইকে পড়তে বলবো।বইটি পড়ে অনেক কিছু শিক্ষতে পারবে বলে আমার বিশ্বাস #বইবাজার_রিভিউ_প্রতিযোগীতা_মার্চ_২০১৯