অনেক ভুলের মাঝেও একটু সস্ত্বির নিশ্বাস নেয়ার কথা ভাবতেই কেমন যেন শরীরে শীহরণ জেগে উঠে। শীহরণটা রূপান্তর হয় ভয় এর মধ্যে।
সে ভয় আর কারো জন্য নয় শুধু সেই মহান রবের জন্য; হুমম...... আমার আল্লাহর জন্য!
নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। ভাবনার জগতে একটু ডুব মেরে ভাবি যে এতশত ভুলের পরেও তিনি আমাকে সুযোগ দিচ্ছেন। সে সুযোগ একবার নয়, দিচ্ছেন বারবার। আসলে আজব নয়, তিনি আমার রব সমস্ত মুলককে সহ্য করে নিচ্ছেন; কিন্তু অন্য দিকে আমরা সাধারণ দায়িত্ব পালনেও কোনো ভুল দেখতে পারি না, সহ্য করা দূরের ব্যাপার। তো একটিবার ভাবুন তো তিনি কতই না দয়ালু ও ধৈর্য্যশীল।
তখন ইচ্ছে করে তাঁর সন্নিকটবর্তী হতে, হয়ে তাঁকে ডাকতে।