সদরঘাট লঞ্চ টার্মিনালে নামতেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল অমিতাভের। ঈশান কোণে ক্রমশ কালচে রূপালী মেঘ জমতে শুরু করেছে। তার মানে খুব পরিষ্কার, কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। এমনিতে বৃষ্টি অমিতাভের কাছে দারুণ লাগে। সবদিক কালো করে যখন ঝমঝমিয়ে বৃষ্টি ঝরে, মাটির সোঁদা গন্ধে ভরে যায় চারদিক, বাতাসের সব ধূলিকণা আর আবর্জনাকে সাফসুতরো করে নির্মূল করে তোলে চারপাশ, অমিতাভের সারা শরীরে দারুণ এক চনমনে অনুভূতি হয়; মনের অলিন্দে গুনগুন করে বাজতে থাকে কবিগুরুর সেই বিখ্যাত গান:
' আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে জানি নে,
জানি নে, কিছুতে কেন যে
মন লাগে না