মাহ্ফুজ সিদ্দিকী হিমালয় তীব্র আসক্তি থেকেই অনুবাদ চর্চা শুরু করেন। দিনকে দিন সেই মোহ ঘুঁচে যাচ্ছে বহুবিধ জৈবিক ব্যস্ততায়। স্বপ্ন দেখেন আলোকিত মানুষ হওয়ার এবং সেই স্বপ্নের অসাড়তাও অনুভব করেন একই সময়ে। ফলে প্রাপ্তি-অপ্রাপ্তি সমান সমান। ছিলেন বুয়েট পাশ ইঞ্জিনিয়ার, কিন্তু জীবন ধারণের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ’চিন্তা’ কে। জন্ম ১৫ আগস্ট ১৯৮৬ সালে।