আহমাদ বিন আবুল হাওয়ারি রহ. বলেন, ‘আমি একবার আবু সুলাইমান দারানি রহ.-এর কাছে এসে তাকে কাঁদতে দেখলাম। তাকে বললাম, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আহমাদ, আল্লাহর প্রিয় যারা, রাত ঘনিয়ে এলে তারা আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়। রুকু-সিজদার মাঝে তাদের গাল বেয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আল্লাহ তাদের দিকে দৃষ্টিপাত করেন। তিনি বলেন, হে জিবরিল, যারা আমার সাথে কথা বলে স্বাদ অনুভব করে, আমার সাথে চুপিচুপি কথা বলায় আরাম বোধ করে—আমি তাদের কথা শুনি, তাদের ভালোবাসা দেখি, দেখি তাদের গাল বেয়ে পড়া অশ্রুবিন্দু। জিবরিল, তাদের ডেকে বলো, এ ভয় কেন? তোমারা কি পাগল? প্রিয়তম কি তার প্রিয়জনদের জাহান্নামের শাস্তি দেয়?! নাকি আমার সম্পর্কে কেউ তোমাদের বলেছে যে, যারা আমার জন্য রাত জাগরণ করে আমি তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা করি?! না, এমনটা তো কোনো খারাপ মানুষের ব্যাপারেও সাজে না। তাহলে আমি তো তোমাদের প্রভু! আমি দয়ার সাগর! আমার সম্মানের শপথ, আমি তাদের এক বিরাট উপহার দেবো জান্নাতে। আমার চেহারার সামনে থেকে আবরণ সরিয়ে ফেলব। আমি তাদের প্রতি তাকাব, তারাও তাকাবে আমার প্রতি।’