অসমতার সামাজিক প্রভাব ক্রমাগত এখন বর্ধিষ্ণুভাবে বোধগম্য-যেমন উচ্চমাত্রায় অপরাধ সংঘটন, স্বাস্থ্য এবং মানসিক অসুস্থতা, নিম্নমাত্রিক শিক্ষাদীক্ষা এবং সেই সঙ্গে স্বল্পমাত্রার জীবনায়ু ইত্যাদি। কিন্তু অসমতার কারণগুলো কী? কেন এটি দ্রুত বর্ধিষ্ণু এবং এর অর্থনৈতিক ও রাজনৈতিক ফলাফলই বা কীরূপ? এই ব্যতিক্রমধর্মী বইয়ে জোসেফ স্টিগলিজ এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন।
তিনি দেখিয়েছেন তারা কীভাবে তাদের কৌশলগুলো ব্যবহার করেন। এখানে বাজার যেমন সুদক্ষ নয় তেমনই তা সুস্থিরও নয়। ক্রমাগত বাজার উত্তরোত্তরভাবে বৃদ্ধিমুখী যা প্রতিযোগিতাহীন পরিস্থিতির জন্ম দেয়। ফলে এখানে এর প্রভাবে অর্থ ও সম্পদ ক্রমান্বয়ে কতিপয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে উঠছে; প্রবৃদ্ধি এবং জিডিপি’র পরিমাণ নিম্ন গতিসম্পন্ন হয়ে উঠছে।
স্টিগলিজ যুক্তিসহকারে সেইসঙ্গে দেখিয়েছেন যে, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ এ সকল অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরিবর্তে বরং তা প্রাশই আরও উস্কে দিচ্ছে। স্টিগলিজ যুক্তিসহকারে একটি ভিন্ন পথ দেখিয়েছেন যার মাধ্যমে এ অবস্থা হতে মুক্ত হয়ে ‘অন্যরকম বিশ্ব নির্মাণ সম্ভব। দ্য প্রাইস অব ইনইকুয়ালিটি বইয়ে কার্যত মুক্তবাজার ধারণার বিরুদ্ধে একটি শক্তিশালী এবং অপরিহার্য সমালোচনা উপস্থাপন করা হয়েছে।
Joseph E. Stiglitz
Joseph E. Stiglitz is a Nobel Prize–winning economist and the best-selling author of Globalization and Its Discontents Revisited: Anti- Globalization in the Age of Trump, The Price of Inequality, and Freefall. He was chairman of the Council of Economic Advisers under President Clinton, chief economist of the World Bank, named by Time as one of the 100 most influential individuals in the world, and now teaches at Columbia University and is chief economist of the Roosevelt Institute.