জীবনের সব কথা বলা হয় না, বলা যায় না। কখনো জীবন রঙিন, কখনো সাদা কালো। জীবন কখনো উজ্জ্বল, কখনো মলিন। স্বপ্নের সাথে জীবনের একটা টানাপোড়েন লেগেই থাকে। তাই জীবন যতদিন বহমান ততদিন জীবনের এই গল্প শেষ হবার নয়। জীবনের অসমাপ্ত এই খুব চেনা গল্পগুলো নিয়েই "অসমাপ্ত কথন"।