বই পরিচিতি: দেশসেরা দুই ফান ম্যাগাজিন ‘রস আলো’ ও ‘উন্মাদ’-এ লেখার সূত্রে আসিফ মেহ্দীর প্রথম বইটি রম্যগল্পের। ‘বেতাল রম্য’ নামের সেই বইয়েই আসিফ মেহ্দী লাভ করেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। এরপর একে একে প্রকাশিত তাঁর প্রতিটি বই শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেনি, উঠে এসেছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। ‘রস আলো রম্য’-এর লেখাগুলোতে একদিকে যেমন আছে হাস্যরস; অন্যদিকে তেমনি সামাজিক অসঙ্গতিগুলোও সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বইটি শুধু অনাবিল আনন্দ দেবে, তা নয়; পাঠকমাত্রই জীবন ও দেশ নিয়ে আরেকবার গভীরভাবে ভাবার তাগিদও অনুভব করবেন।
লেখক পরিচিতি: সাহিত্যের প্রতি আসিফ মেহ্দীর ঝোঁক ছাত্রজীবন থেকেই। দেশসেরা দুই ফান ম্যাগাজিন ‘উন্মাদ’ ও ‘রস আলো’তে লেখার সুবাদে রম্যলেখক হিসেবে পরিচিতি পেয়েছিলেন আগেই। সেই সূত্রে প্রথম বইটাও রম্যগল্পের। ‘বেতাল রম্য’ নামের সেই বইয়েই আসিফ মেহ্দী লাভ করেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। এরপর একে একে প্রকাশিত তাঁর প্রতিটি বই শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেনি, উঠে এসেছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। সম্প্রতি লিখছেন দেশসেরা কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তে। ব্যঙ্গ আর হাসির সঙ্গে গভীর জীবনবোধের প্রতিফলন ঘটিয়েই আসিফ মেহ্দী এ সময়ের জনপ্রিয় লেখকদের কাতারে নিজের অবস্থানটা বেশ পাকাপোক্ত করে ফেলেছেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা এগারো। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে স্ট্যান্ড করেছেন আসিফ মেহ্দী। বুয়েট-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ৩৩তম বিসিএস পরীক্ষায় নিজ ক্যাডারে ১ম স্থান অধিকার করে বর্তমানে বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রে সহকারী বেতার প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মিনী মৌবীণা জ্যাকলিন বারি পেশায় ডাক্তার। আসিফ মেহ্দীর বইগুলো সম্পর্কে বিস্তারিত পাবেন তাঁর ওয়েবসাইটে (www.asifmehdi.info)।
বইটির উৎসর্গপত্র: ‘রস আলো’তে তাঁর সম্পাদনাকাল আমার জন্য স্বর্ণসময়! কোনো কোটা বা প্রণোদনা প্যাকেজ নেই; অথচ আমার লেখা এখন নিয়মিত প্রকাশিত হচ্ছে দেশসেরা এ রম্য পত্রিকাটিতে। বি.স.-র এই মহানুভবতা অক্ষুণ্ন থাকুক, অটুট থাকুক! ছায়ার মতো চুপচাপ, পাহাড়ের মতো বিনয়ী, আকাশের মতো উদার ‘রস আলো’র বর্তমান বি.স.- - মাহফুজ রহমান।
ভূমিকা (লেখকের কথা): ‘রস আলো’তে বিভিন্ন সময়ে প্রকাশিত ‘প্রকৌশল রস’, ‘পত্র রস’, ‘পাকি সেনা রস’, ‘প্যারোডি রস’-এর সংকলন এই বই। ‘রস আলো রম্য প্রথম পর্ব’ বইটির ধারাবাহিকতায় প্রকাশিত হলো এটি। বই দুটো প্রকাশে আগ্রহ দেখানোয় জাগৃতি প্রকাশনীর অমায়িক কর্ণধার দীপন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা! সবচেয়ে কঠিন কাজ- মানুষের মুখে হাসি ফুটানো; গুটানো হৃদয়ে খুশি জুটানো। সেই কঠিনেরে আমি ভালোবেসেছি। অর্থ দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার সামর্থ্য আমার নেই; তাই শর্তহীনভাবে লেখার ছন্দ দিয়ে তাদের প্রাণ জুড়াতে চেষ্টা করি। প্রচেষ্টার শেষটা কী হবে জানা নেই; তবে রেশ থাকতে তো মানা নেই! বইটি আপনাদের হৃদয়ে লেশমাত্র আনন্দানুভূতি সঞ্চার করতে পারলেও আমার শ্রম অর্থময় হবে! আসিফ মেহ্দী