উসতায ড. ইউসুফ আল কারযাভীর যাকাত বষিয়ক গবষেণা পুরো পৃথবিী জুড়ইে সমাদৃত ও প্রশংসতি। তাঁর دورالزكاة في علاج المشكلات الاقتصادية বইটি দারুণ মুগ্ধকর। এ দেশের যেসব পাঠক ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন, তাদেরও এ গ্রন্থটি মুগ্ধ করবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠায় তাদের অনুপ্ররণা যোগাবে। উসতায কারযাভী একটি আদর্শ ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেন; তাই তিনি তাঁর প্রায় সবগুলো গ্রন্থে একটি আদর্শ ইসলামী রাষ্ট্র ও সমাজে বাস্তবায়ন উপযোগী চিন্তা-দর্শন উপস্থাপনের প্রয়াস পেয়েছেন। তাঁর এ গ্রন্থটিও এতদুদ্দেশ্যেই লেখা। ইসলামের যাকাত বিধান বাস্তবায়ন করে কীভাবে একটি রাষ্ট্র অভাব-অনটন ও দারিদ্র্যমুক্ত সমাজ পেতে পারে; কী করে যাকাতভিত্তিক অর্থনীতি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারে-- তিনি এ গ্রন্থে তা দেখিয়েছেন। পাঠক অবশ্যই দেখতে পাবেন যে, ইসলামী শরিয়ত যথাযথভাবে বাস্তবায়ন করে যাকাত ব্যবস্থা কার্যকর করা হলে সে সমাজে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান অবশ্যই হতে বাধ্য।
ড. ইউসুফ আল কারদাভী
Title :
অর্থনৈতিক সমস্যা সমাধানে যাকাতের ভূমিকা (হার্ডকভার)