অরিজিন (হার্ডকভার)
বুক রিভিউ ৪ বইয়ের নাম:অরিজিন লেখক:ড্যান ব্রাউন অনুবাদক:মোহাম্মদ নাজিম উদ্দীন। . এক যুগান্তকারি ঘোষণার সাক্ষি হতে সিম্বোলজিস্ট রবার্ট ল্যাংডন স্পেনের বিলবাওয়ের অত্যাধুনিক গুগেনহাইম জাদুঘরে উপস্থিত হয়েছে।কারন বিখ্যাত ধনকুবের ও ভবিষ্যৎ দ্রষ্টা এডমন্ড কিয়ার্শ বিস্ময়কর এক তথ্য আবিষ্কার করেছে। যা পৃথিবীর মানুষের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। সকলের সামনে বিষয়টি প্রকাশ করার পূর্বে তিনটি ধর্মের ধর্মীয় নেতাদের সাথে দেখা করলেন তিনি। তার আবিষ্কার সম্পর্কে জেনে ধর্মীয় নেতারা বুঝতে পারলো ধর্মের উপর বিশাল আঘাত আনবে এই তথ্য।কিয়ার্শ ল্যাংডনের পুরনো ছাত্র তাই ল্যাংডন এখানে উপস্থিত হয়েছে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষি হতে । দ্রুতই ল্যাংডন বুঝতে পারে এডমন্ডের আবিষ্কার ধর্মের সাথে বিজ্ঞানের একটি নতুন বিতর্কের জন্ম দিবে । কিন্তু ঘোষণাটি দেয়ার আগেই সবার চোখের সামনে খুন হয়ে যায় এডমন্ড ।জীবন বাচাঁতে জাদুঘরের পরিচালক অ্যাম্ব্রা ভিদালের সাথে বিলবাও থেকে পালাতে বাধ্য হয় ল্যাংডন। কিরশ এর আবিষ্কৃত তথ্য খোঁজায় লেগে পড়ল ল্যাংডন।জাদুঘরের পরিচালক ও স্পেনের হবু রাণীকে নিয়ে রাতের স্পেনে ল্যাংডন বের হয়ে পড়ে ছাত্রের সেই আবিষ্কার উন্মোচন করে সবার সামনে তুলে ধরতে । প্রতিপক্ষ হিসেবে প্রচন্ড শক্তিশালী একজন আবির্ভূত হয় যার ক্ষমতা স্পেনের রাজপ্রাসাদ পর্যন্ত । ল্যাংডন কি পারবে তার ছাত্রের সেই আবিষ্কার উন্মোচন করতে? . এই বইতে আমার জন্য সবচেয়ে ভালো লাগার দিক হলো বিখ্যাত স্থপতি আন্তোনিও গওদি'র জগদ্বিখ্যাত কাজগুলো সম্পর্কে প্রচুর আলোচনা থাকায় বেশ ভালোভাবেই জানতে পেরেছি। কিছু পাতায় যুক্ত করে দেয়া চিত্রগুলো বেশ সহায়ক ছিলো বইটা উপভোগ করার জন্য। ড্যান ব্রাউনের প্রতিটি বই আলোচিত।এই বইটি ও তার ব্যতিক্রম নয়।বইটি নিয়ে পিপল ম্যাগাজিনে বলা হয়েছে 'ভিঞ্চি কোডের ভক্তরা খুশি হবেন! প্রফেসর রবার্ট ল্যাংডন আরেকবার মহাবিশ্বের কিছু রহস্যের পর্দা উন্মোচন করেছেন পাঠকের সামনে'।এন্টারটেইনমেন্ট উইকলিতে বলা হয়েছে 'অরিজন'-এ যে প্রশ্ন তোলা হয়েছে সেটা মানবেতিহাসের সবচেয়ে পুরানো আর অমীমাংসিত একটি রহস্য। পাঠক বিনোদনের পাশাপাশি নতুন অনেক কিছুই জানতে পারবেন...সেই সাথে ব্রাউনের দুর্দান্ত গতি আর টুইস্ট বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে'। এই বইটায় প্রচুর বানান ভুল আছে। এটা চতুর্থ সংস্করণের বই হওয়ার পরেও বানান ভুল গুলা চোখে পড়ার মত।সাথে চোখে লাগে এমন বানান অসংগতিও রয়েছে ।তবে অনুবাদ বেশ ভালো হয়েছে। # বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯