ল্যাংডন সিরিজের পঞ্চম থ্রিলার অরিজিন আবার ধর্মীয় মৌলবাদের আগুনে ঘি ঢেলেছে, ড্যান ব্রাউন যেটা শুরু করেছিলেন দ্য দা ভিঞ্চি কোড-এ। ধর্মীয় মৌলবাদের সঙ্গে আরেকটা যুদ্ধে মেতে উঠেছে বুদ্ধিদীপ্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা, যুদ্ধ চলছে কাচঘেরা ল্যাবে, ঝলমলে বিলাসবহুল হোটেলে আর নির্দয় ক্যাথিড্রালে।
সুপারকম্পিউটার একটা চরিত্র হয়ে উঠেছে, আইফোনের মাধ্যমে নির্দেশ দিয়ে ম্যানেজ করেছে অরিজিন প্লট। ড্যান ব্রাউনের নায়ক প্রফেসর রবার্ট ল্যাংডনের মাথায় গাদা গাদা ইলেকট্রনিক ফাইল ভরে দেওয়া হয়েছে। তাঁকে এখন জরুরি পরিস্থিতি সামলাতে হচ্ছে নিজের ‘ইডেটিক মেমোরি’র পরামর্শ নিয়ে। এদিকে মিউজিয়ামের ডিরেক্টর অ্যামব্রা ভিড্যাল স্পেনের রানি হতে চলেছেন, বলা বাহুল্য, তিনি একহারা ও সুন্দরী অপরূপা।
ব্রাউনের বেলায় যেটা ঘটতে দেখা যায়, ইতিহাস শেষ হতে চলেছে তুমুল বেগে। ভবিষ্যৎ নিয়ে গবেষণা করেন এমন এক ব্যক্তি চমকে ওঠার মতো একটা বৈজ্ঞানিক আবিষ্কারের কথা ঘোষণা করতে গিয়ে খুন হয়ে গেলেন। সেই আবিষ্কার ডারউইনের আবিষ্কারকে আপডেট করবে এবং ব্যাখ্যা করবে পরবর্তী বিবর্তনের ধারা। সেটা কী, জানতে হলে এ বই না পড়ে উপায় নেই।
ড্যান ব্রাউন
সর্বকালের সেরা বিক্রিত বই ‘দ্য দা ভিঞ্চি কোড’-এর লেখক ড্যান ব্রাউনের জন্ম আমেরিকায়। আমহার্স্ট থেকে গ্র্যাজুয়েশন করার পর কিছুদিন ইংরেজি-সাহিত্যের শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। 'গণিতজ্ঞ বাবা আর সঙ্গিতজ্ঞ মায়ের সন্তান হিসেবে বিজ্ঞান আর ধর্মের বিরােধপূর্ণ দর্শনের মধ্যে বেড়ে উঠেছেন ব্রাউন। কোড ব্রেকিং, ইতিহাস, ধর্ম, বিজ্ঞান আর 'ছদ্মবেশি সরকারি এজেন্সির প্রতি বরাবরই তার আগ্রহ রয়েছে।
তার সৃষ্ট সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন চরিত্রটি সারাবিশ্বে তুমুল জনপ্রিয়। দ্য দা ভিঞ্চি কোড, অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস, লস্ট সিম্বল, ইনফানোর পর অরিজিন রবার্ট ল্যাংডন সিরিজের পঞ্চম বই। তার এই সিরিজের তিনটি উপন্যাস নিয়ে এরইমধ্যে হলিউডে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, খুব শিঘ্রই। '‘অরিজিন’ও মুক্তি পাবে চলচ্চিত্র হিসেবে। বর্তমানে এই জনপ্রিয় লেখক স্ত্রী কেইট ব্লাইথকে নিয়ে আমেরিকার নিউ ইংল্যান্ডে বসবাস করছেন।