'মা বলল যাসনে খোকা' বইয়ের ভূমিকা: একাত্তারের এক সদ্য তরুণ ফুয়াদ। ষাটের দশকে আইয়ুববিরোধী রক্তঝরা আন্দোলনের স্রোতে সে রাজনীতিতে ঢুকে পড়ে। উনসত্তরের গণঅভ্যুথানের সময় ছাত্রনেতা। একাত্তরে মুক্তিযোদ্ধা। মা বলল যাসনে খোকা-এই ফুয়াদেরই গল্প-মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক এক কিশোর কাহিনি। লেখক আব্দুল কাইয়ুম খুব কাছ থেকে দেখেছেন চৌষট্টির আইয়ুববিরোধী আন্দোলন, ছেষট্টির ছয় দফার আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, তারপর ধাপে ধাপে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। এই কিশোর কাহিনি তার প্রত্যক্ষ অভিজ্ঞতার ফসল। যেখানে ইতিহাসের বিভিন্ন ঘটনার ব্যাখ্যা-বিশ্লেষণ এসেছে, সেখানে সে যুগের এক তরুণের স্বাভাবিক চিন্তাভাবনাই সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন লেখক তাঁর ঋদ্ধ অভিজ্ঞতায়। মুক্তিযুদ্ধকে জানতে চাওয়া আজকের তরুণের অবশ্যপাঠ্য এ বইটি।