লাল পাহাড়ের রহস্য বইয়ের ভূমিকা: এহসান হায়দার এক তরুণ সাহিত্যকর্মী। শিশুসাহিত্যে তার সুলেখনীর মাধ্যমে নিজ অবস্থান পোক্ত করতে চান। গল্প-ছড়া-কবিতা সব শাখাতেই হাত পাকাতে প্রতিজ্ঞাবদ্ধ। লাল পাহাড়ের রহস্য তার প্রথম গল্পগ্রন্থ। ছোট ছোট বাক্যে গল্পের ভাষা বেশ ঝরঝরে, সহজবোধ্য ও সাবলীল। পাঠক পড়তে শুরু করলে তরতর করে এগিয়ে যাবেন। আমাদের শিশুসাহিত্যের উর্বর ভূমিতে এহসান হায়দারের গল্প তুমুল খরার মাঝে নেমে আসা বৃষ্টির মতই। যে বৃষ্টিতে ভিজে প্রাণ পায় শুষ্ক ভূমি। এহসানের গল্প ঠিক তেমনি আমাদের শিশুসাহিত্যে নিয়ে আসবে স্নিগ্ধ সুবাতাস।
ওরাকল পাবলিকেশন্স
Title :
ওরাকল বেসরকারি প্রভাষক নিবন্ধন প্রিলিমিনারি