ওরা ডানপিটে' সিরিজ-র বই মোট চারটি। তমধ্যে 'ওরা ডানপিটে' আমার লেখা কিশোর উপন্যাসটিই পরবর্তীতে ওরা ডানপিটে-১ পরিচয় পায়। সেক্ষেত্রে বলতে হয় বইটির সিরিজ লেখার পরিকল্পনা আসলেই ছিলনা। তবে পাঠকদের আগ্রহ,তাদের ভালবাসা আর আমার লেখার ধৈর্য থাকার জন্যই মূলতঃ ধারাবাহিক উপন্যাসের প্রেক্ষাপট তৈরি হয়েছে। প্রিয় পাঠক, বইটিতে আপনারা পাবেন মজার কিছু চরিত্র যেমন- অয়ন, মামুন, রিয়াজের মত সাহসী,মেধাবী এ্যাডভেঞ্চার প্রিয় বালক তেমনি পাবেন অয়ন মামুন রিয়াজদের পরিবারের সদস্যসহ অতি ইন্টারেস্টিং চরিত্র ঝান্টু মামাকে। সিরিজের ১ম বইটিতে মূলতঃ অয়নের নেতৃত্বে তিন বালক ও অয়নের মামাকে (ঝান্টু মামা) সুন্দরবনের গভীর অরণ্যে প্রবেশ করে মহা বিপদে পড়তে দেখা যাবে। বইটির ওই পর্যায়ে শেষ করতে না পারার কষ্ট থেকেই চলে আসে সিরিজের দ্বিতীয় বই লেখার প্রাসঙ্গিকতা। বইটিতে একদিকে দেখানো হবে এ্যাডভেঞ্চারের পূর্বে বা শুরুতে সুন্দরবনের সৌন্দর্য্য। পরক্ষণেই এর বদলে যাওয়া ও ভয়ংকর হয়ে উঠার এক সুনিপুন উপস্থাপন। বইটি পাঠ করে কিশোর পাঠকগন পাবে একাধারে সুন্দরবন ভ্রমন ও অভিযানের স্বাদ। পাশাপাশি থাকবে ভয় শঙ্কাও। তাহলে আসুন আমরা শুরু করি ওরা ডানপিটে সিরিজের বই পড়া এবং মুহূর্তেই চলে যাই সুন্দরবনের গভীর অরণ্যে...