বিলকিস খাতুন অপ্সরী। বোকাসোকা আত্মভোলা এক মেয়ে । সে পড়ে বেগম মারজানা মহিলা কলেজে । নিজে থেকে কারো সাথে লাগতে যায় না। কিন্তু কেউ যদি তার সঙ্গে লাগতে আসে তো বুঝতে পারে জীবনের চরম ভুল করে ফেলেছে সে । মার্শাল আর্টে সুদক্ষ অপ্সরীকে ছোঁয়া প্রায় আগুনে হাত দেওয়ার শামিল। এই সহজ কথাটাই বুঝতে চায় না তার কলেজের সহপাঠী তাসফিয়া, পৃথা আর ফারজানা। সারাক্ষণ লেগে থাকে অপ্সরীর পেছনে । ফলাফল কী হয়? সেটাই জানা যাবে এই বইয়ের তিনটি গল্প থেকে ।