সুনির্দিষ্টভাবে কোনো ব্যাক্তির জীবন বা ঘটনাকে এ উপন্যাসের চরিত্র এবং ঘটনা হিসেবে বর্ণনা করা হয়নি। তবে উপন্যাসটির প্রতিটি চরিত্র এবং ঘটনা কাল্পনিক এ দাবি করা সঙ্গত হবে না। যে ঘটনাগুলো মানুষের জীবনে নিরন্তর ঘটে চলে সেগুলো কাল্পনিক কী করে হয়? এ চরিত্রগুলো আমাদের চারপাশে বিচরণ করে চলেছে। এরা বাস্তব জগতের মানুষ। সে, তুমি, আমি এবং আমরা। পাঠক কোনো চরিত্রে কাকতালীয়ভাবে নিজেকে খুঁজে পেয়ে যেতে পারেন, পেয়ে যেতে পারেন খুব পরিচিত কোনো মানুষকে। এবং একই সাথে খুঁজে পেতে পারেন দুর্বিষহ জীবনের যাতনাময় নানা অভিজ্ঞতার সাথে লড়াইয়ে টিকে থাকবার প্রয়োজনীয় কিছু সূত্র।