জীবনযাত্রায় নিজেকে মানিয়ে নিয়েছিল ইশতিয়াক, কিন্তু স্ত্রী-কন্যার স্নেহ ভালােবাসা ঘেরা তার আপাত সুখী আটপৌরে জীবনে হঠাৎ একদিন ঝড় এলাে। বাল্যবন্ধুর আমন্ত্রণে গ্রামে তথাকথিত বাইজী গান শুনতে গিয়ে যে মেয়ের সাথে পরিচয় হঠাৎ সেই মেয়ের আগমন ঘটে তার ফ্ল্যাটে, ঢেউ তােলে তার দাম্পত্য জীবনের নিস্তরঙ্গ পুকুরে। কোন অতৃপ্তির ফাঁকে ঝড় ঢুকে পড়ল তার জীবনে? ইশতিয়াক জানে না, তার স্ত্রী ইলাও জানে না, তবু ঘরের বউ ইলা অচেনা পথের দিকে ঝুকে পড়ে যখন অঘটন বিপর্যস্ত করে তাদের জীবন। লেখকের প্রথম উপন্যাস তার প্রথম সন্তানের মতাে। অনেক যত্ন করে তিনি চরিত্রগুলাে এঁকেছেন, সাজিয়েছেন তাদের জীবন, আবেগ ও পারিপার্শ্বিকতার আবহে। বইটি পড়তে গিয়ে পাঠক নিজেকে খুঁজে পান, হয়ত হয় উম্মােচিত নিজের জীবনের অচেনা দিক।
আমিনুল মোহায়মেন
আমিনুল মােহায়মেন পেশায় কম্পিউটার প্রকৌশলী, বিশ বছর ধরে পরামর্শক হিসেবে কাজ করছেন বাংলাদেশ সরকারের অর্থ বিভাগসহ অন্যান্য মন্ত্রণালয়ে, প্রধানত: সরকারের আর্থিক ব্যবস্থাপনা অটোমেশনে। জন্ম ঝিনাইদহে, সেখানেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশােনা এবং দুই পরীক্ষাতেই সম্মিলিত মেধাতালিকায় স্থান পাওয়া। এরপর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি, ভালাে না লাগায় বছর খানেক পর বৃত্তি নিয়ে মিসরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া। ছাপার অক্ষরে ‘অপরাহু’ তার প্রথম বই।