যে সমাজে নীতি-নৈতিকতা মুখ থুবড়ে পড়ে, অপনীতি সেখানে মাথা চাড়া দিয়ে উঠে। কৌশল অপকৌশল হয়। রাজনীতি অপরাজনীতি। কর্ম অপকর্ম হয়। মানিগুণী মানুষগুলো নীরবে নিভৃতে অপমানিত হয়। বদলে যায় সমাজের গল্প। উপন্যাসও অপন্যাস হয়ে যায়। সর্বত্র শুধু 'অপ' চর্চিত হয়। শুরু হয় এক ভিন্নধাঁচের গল্প। 'অপন্যাস' মূলত সেই উৎকট, পঁচা গলা, নোংরা জীবনের গল্প বলতেই এসেছে। চারপাশের বৈচিত্র্যময় জীবন জগত, যৌনতা, মানুষের বিকৃত মন ও মননের বিস্তৃত গল্প নিয়ে-অপন্যাস।
★'অপন্যাস'র ফ্ল্যাপ থেকে...
মাঝরাত্রির নির্জন আঁধারে নদীর তীর ঘেঁষে তিনজন যুবতী নারী জড়সড়ভাবে বসে আছে। শীতে জবুথবু। প্রচণ্ড শীতে দেহের উষ্ণতা পরস্পরে ভাগাভাগি করে নিচ্ছে। কেউ কাউকে কিছুই বলতে পারছে না; ভেবেই যাচ্ছে শুধু। ঠক ঠক করে কাঁপছে। পায়ের নিচে শুকনো বালিতে শিশির পড়ে জমা হচ্ছে। চোখে মুখে অনবরত ফুঁ দিচ্ছে উত্তরের হিমশীতল ঠান্ডা বাতাস। ঝাপসা নদীর জল, ঝাপসা চারপাশ- ঝাপসা ওদের অনাগত ভবিষ্যত।
মুহাম্মদ কামাল হোসেন
গল্প যাদের রক্তে চলাফেরা করে তাদের নিস্তার নেই। গল্প তাদের তাড়িয়ে বেড়ায়। একটা গল্প লেখা শেষ হলে নতুন আরেক গল্প এসে অতিষ্ঠ করে তোলে। মুহাম্মদ কামাল হোসেনের অবস্থান এই কাতারে। তিনি গল্পের ভেতর শব্দ নিয়ে খেলতে ভালোবাসেন। লেখকের প্রথম বইয়ের নাম 'অর্ধেক হুমায়ূন অর্ধেক আমি'। লেখক ও গল্পকার মুহাম্মদ কামাল হোসেন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার লালমাই উপজেলার ছোটশরীফপুর গ্রামে ১৯৮৩ সালের ৮ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। প্রায় দু'যুগেরও অধিক সময় ধরে তিনি দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় ছোটগল্প ছাড়াও ফিচার, প্রবন্ধ, নিবন্ধ ও বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে কলাম লিখে চলেছেন। কর্মজীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন গবাদিপশু'র বিরাট খামার। পাঠকের নিরলস ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামীদিনগুলোতেও কাগজ কলমের এই অবিচ্ছেদ্য মিতালি চলতে থাকবে।