জাতিসংঘের স্থায়ী স্টাফ লে. কর্নেল এ কে এম সুফিউল আনাম যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি মানবিক সহায়তাকারী কর্মীদের জন্য নিরাপত্তা মূল্যায়ন অভিযানের দায়িত্ব শেষে সঙ্গীদের নিয়ে ফিরছিলেন। পথে আল-কায়েদার হাতে অপহৃত হন তিনি ও তাঁর সঙ্গীরা। শুরু হয় তাঁদের অবরুদ্ধ জীবন। এরপর দীর্ঘ ১৮ মাস বিশ্বের ভয়ংকরতম এই সন্ত্রাসী গোষ্ঠীর হাতে সারাক্ষণ আতঙ্ক, মৃত্যুভয় আর সীমাহীন অনিশ্চয়তায় মধ্যে কাটতে থাকে তাঁর জিম্মিজীবন। কখনো দম বন্ধ করা অন্ধকারাচ্ছন্ন ঘরে, আবার কখনো ধূলিঝড়ের মধ্যে প্রত্যন্ত বিরূপ মরুভূমির তাঁবুতে। বন্দিজীবনের নজিরবিহীন ও ভয়াবহ সেই অভিজ্ঞতা নিয়ে এই বই।