অপারেশন ব্লাকহোল-র কিছু চৌম্বক অংশঃ- ব্ল্যাকহোল অভিযানের কথা শুনলেই পাঠকের মনে কিছুটা খটকা লেগে যাওয়ার কথা। ব্ল্যাকহোল অপাশেনে কে যাবে, কেন যাব? আসলেই তো সে স্তানে যেতে হবে, তবেই না অভিযান। কিন্তু লক্ষ কোটি আলোকবর্ষ দূরের কোনো স্থানে মানুষের পক্ষে যাওয়া কী সম্ভব? মোট্ে িদনা। তাহলে? ব্ল্যাকহোল হল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় স্তান। যেথায় মহাকাশযান তো দূরের কথা, ওই স্তানে কোনো বস্ত ্মনকি আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। তেমনি স্তানের রহস্য উম্মোচন বেরিয়ে পড়েছেন 2235 সালের আধুনিক পৃথিবীর কিছু মানুষ। যারা ব্লাহোলের অভ্যন্তরে প্রবেশ করে তার যাবতীয় তথ্য সংগ্রহ করবেন। দেখা যাক অভিযানে অংশ নেয়া ওই মানুষগুলো সফল হয় কি না....