মনির মুকুল ছোট গল্পের ডালি সাজতে সাজাতে কিশোর উপন্যাস লিখলেন। কথাশিল্পীর তকমাটা অনায়াসে করায়ত্ব করলেন। কিশোর বয়েসের আবেগী মনের চটুল অভিব্যক্তি নান্দনিক উপস্থাপনায় পাঠককে টেনে নিয়ে গেছে হৃদয়ের গভীরে। উপন্যাসটিতে কৈশোরের দুরন্তপনা, সৃজনশীলতা ও মানবিক বৈশিষ্ট্যের রূপদান করে সুকুমার দৃষ্টিভঙ্গির অনুরণন ঘটিয়েছেন । অন্যের অন্তর্নিহিত অনুভূতি বোধদয়ের মাধ্যমে কিশোর মনের বিকাশ সাধন করেছেন। আকাশ সংস্কৃতির এ যুগে উপন্যাসটি কিশোর মনে ইতিবাচক ভাবনার খোরাক জোগাবে এ প্রত্যাশা রাখি।
মনির মুকুল
Overall Ratings (0)