আলো-অন্ধকারের মাঝে লিঙ্গ-বর্ণভেদে পরমানন্দে মানুষের সহাবস্থান উঠে এসেছে কবির কবিতায়। অজস্র অন্ধকারের মাঝে আলোর বিচ্ছুরণে এ পৃথিবীর নিসর্গ শোভায় বিমুগ্ধ কবি। আনন্দ-বিষাদ, প্রেম, মায়া আরবন্ধনের পৃথিবীতে জীবন ও সৃষ্টির প্রতি রয়েছে এক দূর্ণিবার আকর্ষন। চিরন্তন বোধের কবির কল্পনা আর মনণনর রং ছড়ানোর ইচ্ছা ও স্বাধীন চিন্তার সুনিপন উপস্থান রয়েছে কবির কবিতায়। বইটিতে ৬৬টি কবিতা রয়েছে যা পাঠক হৃদয়ে সত্য ও সাম্যের আলোড়ন জাগাবে এবং পাঠের আকাঙ্খা বাড়াবে।
নবীন কবি শারমিন ইসলাম এর প্রথম কাব্যগ্রন্থ ‘অনুভুতির জার্নাল’। এতদিন কবিতা গুলো প্রকাশ করেছেন নিজস্ব ব্লগে। পাঠক ও শুভাকাঙ্খীদের উস্কে দেওয়া ভালোবাসায় ক্রমাগ্রত লিখেছেন। মানববাদীতায় বিশ্বাসী কবির কবিতায় অপ্রকাশিত অনুভুতির এক অনবদ্য প্রকাশ রয়েছে।