
অনুভবে আল্লাহর নামবৈচিত্র
কেন আমরা আল্লাহর নাম-বিেচত্র্য সম্পকে বিস্তারিত জানব? সকল প্রশংসা মহান আল্লাহ রব্বল আলামীনের। যিনি মালিক, কুদুস, রহমান ও রহীম। সকল কৃতজ্ঞতা ও প্রশংসা তাঁর প্রতি, কেননা তিনি শ্রেষ্ঠতম গ্রন্থ আল কুরআন আমাদের জন্য নাযিল করেছেন। এ কুরআন হলাে হুদালিল মুত্তাকিন | অর্থাৎ মুত্তাকিদের জন্য হিদায়াত। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কেননা তিনি আমাদেরকে সর্বশেষ নবি মুহাম্মাদ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এঁর উম্মত বানিয়েছেন। তাঁকে আমাদের জন্য আদর্শ হিসেবে নির্ধারণ করেছেন। আমাদের নবী সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। প্রত্যেক বছর পবিত্র রমাদান মাসে আলােচনার জন্য আমরা একটি নির্দিষ্ট বিষয় নির্ধারণ করে থাকি। এ বছর আমরা আলােচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি, তা নিঃসন্দেহে খুবই উত্তম এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন একটি বিষয় যা বুঝার জন্য, উপলব্ধি করার জন্য, মুখস্থ করার জন্য প্রতিটি মুসলিমের সময় ব্যয় করা প্রয়ােজন।
SIMILAR BOOKS
