"সমাধিতে অতিসজীব ব্যক্তি-পোর্ট্রেট, ব্যক্তিকেন্দ্রিক স্মৃতিফলকের বাহুল্য কি সেই যুগের ব্যক্তিস্বাতন্ত্র্যের স্বাক্ষর? বুদ্ধের নখ আর যীশুর ক্রস নিয়ে গল্পগুলো রহস্য-রোমাঞ্চ সিরিজে জায়গা পাবার মত। এত ঝরঝরে ভাষায় এত ডিটেইল্ড গবেষণা-পূর্ণ লেখা এই বিষয়ে বাংলায় হয়নি হলফ করে বলা যায়।"