দুনিয়ার মানুষ কাঁদে না পাওয়ার হতাশায়, হারাবার বেদনায়। কিন্তু আখেরাতের মানুষেরা কাঁদতেন রবের কাছে। জান্নাত লাভের আশায়, জাহান্নামের আযাবের ভয়ে। কিন্তু আখেরাতের অনুপম সে মানুষেরা সালফে সালেহীনগণ নিজদের কান্না মানুষের সামনে প্রকাশে সচেতন থাকতেন। কান্না লুকোতেন। লুকিয়ে লুকিয়ে কাঁদতেন। হাম্মাদ ইবনু যায়দ রহ. বলেন, ❝আইয়ুব যখন হাদীস বর্ণনা করতেন, তখন তার অন্তর বিগলিত হতো, চোখ অশ্রুসজল হতো, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তো। কিন্তু তিনি তখন নাক পরিষ্কার করতেন আর বলতেন: কি বিচ্ছিরি সর্দি! মূলত তিনি সর্দির কথা বলে কান্না লুকোতেন।❞