একটা দেশলাইয়ের কাঠি নাকি গোটা পৃথিবী পুড়িয়ে দেবার জন্য যথেষ্ঠ। তেমনি আপাত সামান্য মনে হওয়া কোন দুঃখও যথেষ্ঠ হতে পারে কোন মন পুড়িয়ে ছাই করে দেবার জন্য। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হুটহাট লেগে যাওয়া নির্দয় দাবানলও এক সময় নিভে যায়। শত বছর ধরে জ্বলতে থাকা আগ্নেয়গিরিও গ্রহণ করে মৃত্যুর স্বাদ। কিন্তু মানব মনে কখনও কখনও দুঃখ, বিরহ কিংবা যন্ত্রণার এমন আশ্চর্য আগুনও জ্বলে ওঠে- যা পোড়াতে থাকে মৃত্যু অবধি। সেই আগুনের নাম – অনন্ত আগুন।
অনন্ত আগুন একটি সহজ সরল সামাজিক উপন্যাস। এখানে একই সাথে শহর এবং গ্রামে বসবাস করা কিছু মানুষের বুকের ভেতরের কিছু গল্প উঠে এসেছে। মানুষের একান্ত কিছু অনুভূতির প্রামান্য দলিল এই উপন্যাস।
আপনি যদি দুঃখ ভালোবেসে থাকেন, আপনি যদি হয়ে থাকেন বিরহী একজন, হঠাৎ উথলে ওঠা কোন আবেগ যদি আপনার চোখ ভাসিয়ে দেয়, কোনও বৃষ্টির রাতে অন্ধকারে শুয়ে যদি আপনার মনে হয় আপনি ভীষণ একা; তবে প্রিয় পাঠক, “অনন্ত আগুন” আপনার জন্য লেখা উপন্যাস।
আপনাকে অনন্ত আগুনে পুড়ে বিলীন হবার আমন্ত্রন।