অনেক চাঁদ। ১২টা রূপকথা। কিন্তু এই এক ডজন গল্প বের করতে পড়া হয়েছে শত শত গল্প, সাইবার দুনিয়ায় কাটানো হয়েছে ঘণ্টার পর ঘণ্টা, ঘাঁটা হয়েছে সর্বকালের সেরা রূপকথার কয়েকশ তালিকা, নেয়া হয়েছে কয়েকজন রূপকথা বিশেষজ্ঞের পরামর্শ। আর এ সবকিছুরই ফসল এই বই। বিভিন্ন ভাষার সেইসব মৌলিক রূপকথাই শুধু নেওয়া হয়েছে, যেগুলোর স্রষ্টা কোনো জনগোষ্ঠী নয়, একজন মাত্র মানুষ। বৈচিত্র্য রাখার চেষ্টা করা হয়েছে, ফলে যেমন আছে ক্লাসিক ধাঁচের রূপকথা, তেমনি আছে একেবারে আধুনিক পটভূমির গল্প। কোনো গল্প পড়ে হেসে উঠতে হবে হো হো করে, কোনোটায় রোমাঞ্চে কাঁটা দিয়ে উঠবে গা, কোনোটা পড়ে আবার খারাপ হয়ে যাবে মন। সব মিলিয়ে সর্বক্ষুধা নিবারণী আশ্চর্য এক ভোজ। তোমাদের ক্ষুধা মিটলেই রান্না সার্থক