

অন্ধত্ব (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)
অন্ধত্ব জোসে সারামাগো . একটা শহরের মোটামুটি সবাই একে একে করে অন্ধ হয়ে যায় শুধু ডাক্তারের স্ত্রী ছাড়া।আর এতে সরকার আতংকিত হয়ে সবাইকে একটা জায়গায় পাঠিয়ে দেয় যেখানে সবার নিয়তিই আটকে থাকে।ওখানে সবার মাঝে যেমন ভালো মানুষ থাকে তেমনি থাকে খারাপ মানুষ ও।অন্ধ অন্ধদের উপর নেমে আসে নির্যাতন,অত্যাচার। আর তা সবাই মেনে নেয়।সব কিছু দেখে ডাক্তারের স্ত্রী কিন্তু কিছু করার নেই।মারা যায় অনেকে। তাদেরকে কবর দেয়া হয়।মাঝে মাঝে পচা দুর্গন্ধের সাথেই তাদেরকে বাস করতে হয়।আসলে নিয়তি এমনই,মানুষ বরাবরই পরিস্থিতির স্বীকার নয়।এমন হঠাৎ অন্ধ হয়ে হয়ত মানুষ নিজেদের বুঝতে পারে।সবার অবস্থা জানতে পারে কারা কেমন?চোখ না থাকা যে কি কষ্টের। যাতনার।খাবার সংগ্রহ করতে হয় কষ্ট করে,বাড়ি খুঁজতে কষ্ট হয়।কাউকে চিনতে না পারা।শুধু স্পর্শ থেকে থাকে।নিয়তির কাছে আটকানো তারা।একসময় তারা দৃষ্টিশক্তি ফিরে পাশ আর তখন পুরো শহর বেশ নষ্ট হয়ে গেছে।অপূর্ণতার মাঝখান থেকে পূর্ণতাটাই হয়তো বড় এখানে।হঠাৎ করে খোয়া আবার হঠাৎ করে পাওয়া।আর এখানেই লুকিয়ে থাকে হোসে সারামাহোর সার্থকতা। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯
SIMILAR BOOKS
