ফ্ল্যাপের কিছু কথাঃ তরুণদের জন্য রচিত আইজাক আাসিমভের বুদ্ধিদীপ্ত ইতিহাস রচনার ষষ্ঠ খণ্ড এটি। তাঁর আগের বহুল প্রশংসিত বইগুলোতে পুনৎসৃজিত হয়েছে নিটক প্রাচ্য, মিশর, গ্রিস আর রোমের মহাব সভ্যতাগুলো, এখন উনি দৃষ্টি মেলেছেন উত্তর ইউরোপের দিকে, আলোচনা করেছেন ফ্রাঙ্ক এবং গথদের নিয়ে, যারা উত্তরপ্রান্ত থেকে মেডিটারেনিয়ান প্রান্তে এসে সূচনা করেছিলেন নিরঙ্কুশ আধিপত্যময় একটি কালের।
অসংখ্য সমালোচকের মতানুসারে ড. আসিমভ ইতিহাস বর্ণনার ক্ষেত্রে ইতিহাসের নানান শাখায় বৈচিত্র্য এনেছেন আলোর চমকের মতো। স্পষ্ট তাঁর গদ্য ভাষা, যে গদ্য ভাষা পাঠকের মনে বিপুল উৎসাহের সঞ্চার করে, পাঠককে ধরে রাখে তার বিস্তৃত অবাধ দৃশ্যপটে, ঠিক তেমনই একটি বই এই অন্ধকার যুগ। এখনো আমরা দেখি জার্মান উপজাতিদের আর গথিক রাজ্যসমূহ, দেখতে পাই আঁধারের আগমন। উদঘাটিত সামরিক ঘটনাস্রোতে দেখতে পাই খ্রিস্টধর্মের প্রবল প্রতাপ। আমরা দেখি টুকরো টুকরো হয়ে ভেঙ্গে গেছে সাম্রাজ্য, পতন ঘটেছে রাজরাজরাদের । এখানে আমরা মুখোমুখি হই কতিপয় মনোমুগ্ধকর ব্যক্তিত্বে- অ্যালেরিখ্ , শর্লোমন আর তাঁর ক্যারোলিঙ্গিয়ান উত্তরাধিকারীদের সাথে। পরিশেষে আমরা অন্ধকার পাড়ি দিয়ে দেখা পাই একটুকরো বিমর্ষ আলোর। যা আরো বেশি আলোকিত হয়ে আমাদের কাছে ধরা দেবে বলে প্রতিজ্ঞিাবদ্ধ।
অন্ধকার যুগ ইতিহাসের একটি অধ্যায় যা অনেকের কাছেই অজানা। ড. আসিমভ এই সময়টিকে আমাদের কাছে উপস্থাপন করেছেন এক গুরুত্বপূর্ণ সময় হিসেবে, যা জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা অনুসন্ধানযোগ্য।
সূচিপত্র জার্মান বনাম রোম * প্রথম সংঘর্ষ * জার্মানির পুনর্বিজয় * রোমানদের পুনঃবিজয় * খ্রিস্টীয় ধর্ম * হুন * পথিক রাজ্য * সাহসী অ্যালারিখ্ * তুলুসু রাজ্য * হুনদের পুনঃআগমন * আইন ও ভাষা * পথ্দের মধ্যে মহত্তম
কিংবদন্তির সায়েন্স-ফিকশন লেখক আইজ্যাক আসিমভ এর জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। পেশাগত জীবনে তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিষ্টের প্রফেসর ছিলেন। সায়েন্স-ফিকশন দুনিয়ার রবার্ট ই. হিনলিন, আর্থাও সি. ক্লার্ক তাকে বিগ থ্রি বলে অভিহিত করে থাকে।
প্রায় ৪০০ বইয়েওে স্রষ্টা তিনি। তার প্রবন্ধ সংগ্রহ, রহস্যগল্প এবং সায়েন্স-ফিকশন খুবই জনপ্রিয়। বিশেষ কওে তার ফাউন্ডেশন সিরিজ’ তাকে খ্যাতির শীর্ষে স্থান দিয়েছে। তার গল্প নিয়ে হলিউডে নির্মিত হয়েছে অসংখ্য চলচ্চিত্র। এখনও পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় তার লেখা অনুদিত হয়ে আসছে, নির্মিত হচ্ছে চলচ্চিত্র।
সারার পৃথিবীর বিজ্ঞান-কল্পকাহিনীর লেখকদেও আদর্শ তিনি।