ফ্ল্যাপের কিছু কথাঃ সাহেদ তার বিছানায়, দু’হাতের তালুতে মাথা রেখে চিত হয়ে গুয়ে আছে। প্রায় পনের দিনধরে পরীক্ষার ব্যস্থতায় হাঁপিয়ে উঠেছিল সে। আজ পরীক্ষার পাঠ চুকে এসে হাঁপ ছাড়তেই ভাবনাগুলো এসে ঠাঁই নেয়। ভাবছে স্কুলের পুকুর ঘাটে তামান্না জিটুর সাথে কি এত কথা বলছিল। সে কি জিটুকে পছন্দ করে। তারা কি দু’জন দু’জনকে ভালোবাসে! সাহেদের মনে পড়ে চায়ের দোকানের সে মধ্য বয়সি লোকটির কথা। “খাও খাও, যত পর পাখি খাও, দেহে শক্তি যোগাও। প্রেম-প্রীতি করতে হলে দেহে শক্তি লাগে। আজকালকার মেয়েরা তো মন বুঝে না, ধন বুঝে। বুঝে অর্থ প্রতিপত্তি। কার মনে কি আছে। কে কি ভাবছে। কে কত টুকু ভালোবাসে। কে সত্য, কে মিথ্যে। কে ভালো, কে মন্ধ। এগুলো দেখার অবকাশ তাদের নেই তাদের। তারা চায় টাকায় ভর করে, হাওয়ায় উড়ে বেড়াতে। দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে। সোনা দানায় দেহ আচ্ছাদিত করে, দেশ শুদ্ধ রটে বেড়াতে।” সাহেদ মনে মনে বলে, জিটু ধনীর দুলালি। বাবার ইন্টারন্যাশনারল বিজনেস। জিটুর পক্ষে এর সবকিছুই সম্ভব। ঠোঁটের কোণে একটা বেঙ্গার্থক হাসি লেপটে যায় সাহেদের।একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এ কেমন সমাজ, সমাজের মানুষ, টিনজারদের মন মানসিকতা।