ডাকাতি করতে এসে কোটি টাকা দামের একটা স্বর্ণের দলা পেয়ে যায় মজনু। কিন্তু এলাকাবাসীর তাড়া খেয়ে দলাটা সে ছুড়ে ফেলে দেয় অন্ধগলির মৃত্যুকূপে।
এবার তৎপর হয়ে ওঠে পুলিশ।
স্বর্ণের দলাটা তুলে আনতে কূপে নামিয়ে দেয় মজনুকেই।
এরপর ঘটতে থাকে লোমহর্ষক সব ঘটনা।
আর এসব ঘটনার সূত্র ধরেই সামনে চলে আসে মৃত্যুকূপের ভয়ঙ্কর ইতিহাস।
কী সেই ইতিহাস?
কেন এই কূপকে ঘিরে ঘটে এত এত হত্যাকাণ্ড?
ইকবাল খন্দকার
ইকবাল খন্দকার স্থায়ী ঠিকানা : গ্রাম-ভাবলা, উপজেলা-বেলাবাে, নরসিংদী। পিতা : মােঃ শামসুদ্দীন খন্দকার (মৃত)।। মাতা : আমিনা খাতুন। শিক্ষাগত যােগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অনার্স, মাস্টার্স। প্রকাশিত বই : ৫৩টি। লেখকের উপস্থাপনায় প্রচারিত উল্লেখযােগ্য টিভি অনুষ্ঠান : বেআক্কেলের আডডা (একুশে টিভি), ! সফদার ডাক্তার (চ্যানেল নাইন), ক্যারিকেচার (একুশে টিভি), হাসতে নেই মানা (বিটিভি), খবরের খবর আছে (চ্যানেল নাইন), প্রকৃতি ও পরিবেশ (বিটিভি), অমর একুশে বইমেলা (মাই টিভি), শিল্প প্রাঙ্গণ (বিটিভি), খবরওয়ালাদের খবর (বিটিভি), বড় মিয়া ছােট মিয়া (বৈশাখী টিভি) ইত্যাদি।
Overall Ratings (0)