অন্ধ নিরাঙ্গম
এই বইমেলায় এটি একটি অবশ্যপাঠ্য বই। এই বইটি কখনোই বেস্ট সেলার হবে না। বেস্ট সেলার হবার মত চটুল বই নয় এটি। বেস্ট সেলার হবার জন্য এতে ধর্মের আশ্রয় নেয়া হয়নি। এটি কেবল একটি ঘোর। যে ঘোরের ভেতর গড়িয়ে গেছে কাহিনী। সাথে বাংলাদেশ।লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল খালেদ মোশাররফ, লে. কর্ণেল আবু তাহের ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকেই তিনটি আলোচিত চরিত্র। একজন বিশাল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, একজন মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশকে নিতে চেয়ে ছিলেন সমাজতান্ত্রিক ভাবধারায়, আরেক জন সামর্থ্য থাকা স্বত্বেও চট্টগ্রাম থেকে আর্মির বিশাল বাঙালি বাহিনী নিয়ে পালিয়ে গেছেন যুদ্ধ না করেই। মুক্তিযুদ্ধের পুরো সময় তার আচরণ রহস্যময়। যুদ্ধ পরবর্তী সময়ে তিনজনই নানা কারণেই আলোচিত, সমলোচিত। এদের ঘিরেই তৈরি হয়েছে, ঘটেছ নানা ঘটনা। কোন কোন ঘটনার নায়ক বা খলনায়ক এরা। যার দাম আজও বাঙালিকে, বাংলাদেশকে দিতে হচ্ছে । এরা প্রত্যেকেই খুন হয়েছেন। এদের পরষ্পরের মৃত্যুর সাথে জড়িত পরষ্পর। "অন্ধ নিরাঙ্গম" উপন্যাসের কাহিনী জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, আবু তাহেরকে নিয়ে । উপন্যাসের শুরু ১৯৭১ শেষ ১৯৮১।