
অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল (সাঃ) (হার্ডকভার)
আল্লাহর সৃষ্ট সমগ্র মানবকুলের সামনে ইসলাম ও নবীচরিত্রের সৌন্দর্য, মাহাত্ন্য ও পরিপূর্ণতা তুলে ধরে দাওয়াতের লক্ষে লেখা-লেখি করার প্রয়োজনবোধ কি আমাদের নেই? ইসলাম বিদ্ধেষীদের মনে তাদের মূর্খতাহেতু সৃষ্ট সকল সন্দেহ-সংশয় রোধকল্পে পদক্ষেপ গ্রহণ করা কি আমাদের কর্তব্যের আওতায় পড়ে না? যারা অজ্ঞতার নিন্মসিমায় বাসকারী, অন্ধকারাছন্ন অন্তরের অধিকারী এবং ইসলামের বড়ত্ব, মাহাত্ন্য ও নবীচরিত্রের সৌন্দর্য সম্পর্কে বে-খরব; এ সকল মানবগোষ্ঠীর দ্বারে দ্বারে ধর্ম-জ্ঞানের আলোকবর্তিকা নিয়ে ছুটে যাওয়ার কি প্রয়োজন নেই? আল্লাহর দ্বীনকে তাঁর স্বকীয় অবস্থানে নিয়ে যেতে ইসলামের সব সৌন্দর্য পৃথিবীর সকল মানবগোষ্ঠির সামনে তাদের নিজস্ব ভাষায় উপস্থাপিত হওয়ার কি কোন প্রয়োজন নেই? ব্যাপক হারে মানুষকে আল্লাহর ইবাদত থেকে পূর্ণ উদাসীন হয়ে শুধুমাত্র খেয়ে-পরে বেঁচে থাকা নিয়ে মগ্ন থাকতে দেখে কি আমাদের অন্তরে কোনো কষ্ট অনূভূত হয় না? ইয়াহূদী, খ্রিস্টান ও ইসলাম বিদ্ধেষীদের নিকট থেকে ইসলামের বিকৃত ও উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা পাওয়ার কারণে লক্ষ-কোটি মানুষ যে আজ ইসলাম বিমুখ, সে জন্য কি আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না? বইঃ অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল (সাঃ)
SIMILAR BOOKS
