ফ্ল্যাপের কিছু কথাঃ আন্দালিব রাশদীর উপন্যাসের সমস্যাটি রয়েই গেছে। একবার পড়তে শুরু করলে শেষ না করে ওঠতে ইচ্ছে করে না। পাঠ শেষ হলেও উপন্যাসটির রেশ বয়ে বেড়াতে হয়ে দিনের পর দিন। এমনই একটি নেশাধরানো উপন্যাস ‘অমরাবতী জীবন।’ এমন রক্তারক্তি ঘটনা ও দূর্ঘটনার পরও আপনার ও আমার স্ত্রী মধ্যে ডিভোর্স হচ্ছে না কেন? আপনাদের তো সন্তানের দোহাইও নেই, তাহলে? এমনই অমরাবতী জীবন। সে জীবনে ভালোবাসাটাই মুখ্য। আপনারা যে পরস্পরকে কত ভালোবাসেন জানেনও না।
আন্দালিব রাশদী
আন্দালিব রাশদী কথাসাহিত্যিক প্রবন্ধ লিখেন, অনুবাদও করেন। জন্ম ঢাকায়, বেড়ে ওঠা এবং জীবনযাপন এখানেই। পড়াশােনা ঢাকা, ওয়েলশ ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র। আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি করেছেন। আন্দালিব রাশদীর উপন্যাস মােনালি, তাতিয়ানা, কাজল নদীর জলে, সাতাশ। বছর পরে, মিমির নােটবই, লাইলিনামা, হাজব্যান্ডস, পপির শহর, ঝুম্পানামা, অধরা, জলি। ফুপু, ম্যাজিশিয়ান, ভারপ্রাপ্ত সচিব, প্রতিমন্ত্রী, কষ্ণকলি, শর্মিষ্ঠা, হুসনে জান্নাতের একাত্তর যাত্রা। কাকাতুয়া বােনেরা, সূচনা ও সুস্মিতা, ট্যারা নভেরা, অমরাবতী জীবন, সম্পর্ক, সেকেন্ড লেনের হেলেন, লুবনা ও কোকিলা, ডােনাট পিলাে, কঙ্কাবতীর থার্ড | ফ্লোর, শিমুর ভােরবেলা ও বুবনা। ছােটগল্প : শিমুর বিয়ের গল্প, হুমায়ুন, আন্দালিব। রাশদীর বাছাই গল্প, ডায়ানা যেদিন সিঁড়িতে বমি করল, পতিদাহ, পরিত্যক্ত কেলভিনেটর ফ্রিজের গল্প । প্রবন্ধ/অনুবাদ আমলা শাসানাে হুকুমনামা, ইডিপাস কমপ্লেক্স, লেডি গােদিভা ও অন্যান্য প্রবন্ধ, তলস্তয়, নােবেল বিজয়ী পাঁচজন, ওরহান পামুক, প্রিন্সেস, রেশমা ও রাধিকা, মুন্নিবাই ও এককুড়ি দক্ষিণ এশীয় গল্প, কুমারী, একাত্তরের দলিল, কালাশনিকভ ও অন্যান্য, কৃত্রিম জাগরণ, সুরাটের কফি হাউস, খুশবন্ত সিং ১ ও খুশবন্ত সিং ২।কিশাের সাহিত্য : কোব্বাদ ফ্রায়েড চিকেন, সিক্কাটুলি থেকে ভূতের গলি, ভূত ধরতে সুপার গ্লু, ভূতশুমারি, সিন্দাবাদ (অনুবাদ) ও রবিনসন ক্রুসাে (অনুবাদ)।