ওমর আল-খৈয়ামের জন্ম খোরাসানের নিশাপুর অঞ্চলে। জন্মের সময় তার নাম ছিল ঘিয়াথ আল-দিন আবুল-ফুতুহ্ ওমর ইবনে ইবরাহিম আল-নিসাবুরি আল-খৈয়াম।
সে আমলে জ্ঞান-বিজ্ঞানের খুবই রমরমা চর্চা চালু ছিল। গণিত, চিকিৎসাবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, পদার্থবিজ্ঞান, জ্যামিতি আর কাব্যচর্চাতে বহু গুণী সাফল্য লাভ করেন।