মাত্র, হ্যাঁ, মাত্র বিশ শব্দের গল্প। বিশ শব্দেই যে হৃদয়ছোঁয়া গল্প রচনা করা যায়- তা হয়তো অনেকেরই বিশ্বাস হবে না। এ কঠিন কাজটিকেই মসির মায়াবী আঁচরে সম্ভব করে দুই বাংলার পাঠক হৃদয়ে ঝড় তুলেছে প্রথিতযশা সুসাহিত্যিক কাজী আবু তাহের। জানতে হলে পড়ুন খুব অল্প সময়েই দুই বাংলাতেই সারা জাগানো বায়ান্ন (’৫২) প্রকাশিত “অল্প কথার গল্প।”