বারমুডা ট্রায়াঙ্গেলে কত জাহাজ ও প্লেন রহস্যজন ভাবে হারিয়ে গেল! আদ্যা মা মাটি জুঁড়ে উঠে এলেন! এমনি পৃথিবীর বিখ্যাত বিভিন্ন স্থান রহস্যের কিনারা জানতে চান? জানতে চান সাঁইবাবা থেকে ডাইনি সম্রাজ্ঞী ঈপ্সিতার মত বহু ‘অলৌকিক’- ক্ষমতাবানদের ক্ষমতার গোপন রহস্য? প্যরাসাইকোলজি কী? টেলিপ্যাথি কী? মানসিক শক্তিতে কীভাবে চামচ বাঁকানো জ্ঞাতিস্মররা কি আজও আছেন? এসব জানতে চান? এমনি হাজারও প্রশ্নের উত্তর পাবেন এই গ্রন্থে। সঙ্গে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সত্য ঘটনা।