অলিভার টুইস্ট
জন্মের পর থেকেই অনাথ-আশ্রমের বাসিন্দা অলিভার টুইস্ট।
আরেকটু খাবার চাইবার অপরাধে আশ্রম থেকে বহিষ্কার করা
হলো তাকে। চলে গেল অধঃপাতে। তারপর অপরূপা একটি মেয়ে
বদলে দিল তার জীবনটা।
কিম
দুই অসমবয়েসী মানুষ যুক্ত হলো এক স্বপ্নযাত্রায়। পাহাড় পর্বত,
বন জঙ্গল, তুষার, বৃষ্টি, নদী নালা পেরিয়ে চলেছে ওরা।
কিম কি খুঁজে পেল তার লাল ষাঁড়?
আর লামা? সে কি পাবে তার আরাধ্য নদী?
লস্ট হরাইজন
তিব্বতের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হলো বিমানটি।
চারজন যাত্রী অক্ষত থাকলেও মারা গেল পাইলট।
ওদেরকে উপযাচক হয়ে বৌদ্ধমঠ শাংরিলায় নিয়ে গেল চ্যাং।
কিন্তু তার মতলবটা কী? ওদেরকে ফেরার ব্যবস্থা করে দিতে
কীসের আপত্তি তার?
রুডিয়ার্ড কিপলিং
জোসেফ রুডইয়ার্ড কিপলিং (ইংরেজি: Joseph Rudyard Kipling; জন্ম: ৩০ ডিসেম্বর, ১৮৬৫ - মৃত্যু: ১৮ জানুয়ারি, ১৯৩৬) একজন ইংরেজ লেখক, কবি এবং সাহিত্যিক ছিলেন যিনি ভারতে জন্মগ্রহণ করেন। মূলত তার অসাধারণ শিশু সাহিত্যের জন্য সুখ্যাতি লাভ করেন। তাঁর অমর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে শিশু সাহিত্য দ্য জাঙ্গল বুক, জাস্ট টু স্টরিস, পাক অফ পুক্স হিল, কিম; উপন্যাস কিম; কবিতা ম্যান্ডালে, গুঙ্গা ডিন ইত্যাদি। এছাড়াও ১৮৯৫ সালে তিনি অত্যন্ত জনপ্রিয় কবিতা ইফ - রচনা করেন। ছোটগল্প রচনার আধুনিক শিল্প নির্দেশনার একজন অন্যতম উদ্ভাবক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তবে সব দিক দিয়ে তার শিশু সাহিত্যগুলোই সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে। এগুলোকে শিশু সাহিত্যের ইতিহাসে একেকটি অনন্য রচনা হিসেবে অভিহিত করা যেতে পারে। জেমস জয়েস একবার মত প্রকাশ করেছিলেন যে, 'ঊনবিংশ শতাব্দীর তিন ক্ষণজন্মা লেখক তলস্তয়, কিপলিং এবং দ্য'আনুনজিও; তাদের প্রকৃতি প্রদত্ত মেধা ছিল সবচেয়ে বেশি, কিন্তু তারা কেউই তাদের এই উপহারেরপূর্ণ ব্যবহার করতে পারেননি।' তিনি আরও বলেন, 'এই তিনজনেরই ধর্ম ও দেশপ্রেম সম্পর্কে অর্ধ-ফ্যানাটিক ধারণা ছিল।
১৯০৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৩৬ সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তাঁকে লন্ডনেরওয়েস্টমিনিস্টার অ্যাবেতে সমাহিত করা হয়।
চার্লস ডিকেন্স
চার্লস ডিকেন্স। চার্লস জন হাফ্যাম ডিকেন্স (ইংরেজি: Charles John Huffam Dickens; জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৮১২। মৃত্যু : ৯ জুন ১৮৭০। তিনি ছিলেন উনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক। তাকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবে মনে করা হয়। ডিকেন্স জীবদ্দশাতেই তার পূর্বসূরি লেখকদের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। মৃত্যুর পরও তার জনপ্রিয়তা অক্ষুন্ন থাকে। তার প্রধান কারণ হচ্ছে, ডিকেন্স ইংরেজি সাহিত্যে প্রবাদপ্রতিম বেশ কয়েকটি উপন্যাস ও চরিত্র সৃষ্টি করেছিলেন। তার অধিকাংশ রচনাই পত্র-পত্রিকায় মাসিক কিস্তিতে প্রকাশিত হত। এই পদ্ধতিতে রচনাপ্রকাশকে জনপ্রিয় করে তােলার পিছনেও ডিকেন্সের কিছু অবদান আছে। অন্যান্য লেখকগণ ধারাবাহিক কিস্তি প্রকাশের আগেই উপন্যাস শেষ করতেন কিন্তু ডিকেন্স কিস্তি প্রকাশের সঙ্গে সঙ্গে পরবর্তী অধ্যায়গুলাে রচনা করে যেতেন। এই পদ্ধতিতে উপন্যাস রচনার ফলে তার উপন্যাসগুলাের গল্পে একটি বিশেষ ছন্দ দেখা যেত। অধ্যায়গুলাের শেষটুকু হত রহস্যময় যার জন্য পাঠকেরা পরবর্তী কিস্তিটি পড়ার জন্য মুখিয়ে থাকত। তার গল্পগ্রন্থ ও উপন্যাসগুলােই এতই জনপ্রিয় যে এগুলাে কখনই আউট-অফ-প্রিন্ট হয়ে যায়নি।
Title :
অলিভার টুইস্ট, কিম, লস্ট হরাইজন (পেপারব্যাক)