ওজের জাদুকর
ক্যানসাসের দিগন্তজোড়া রুক্ষ তৃণপ্রান্তরের বুকে বাস করে ছোট্ট মেয়ে ডরোথি। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় একদিন তাকে উড়িয়ে নিয়ে গেল দূরে, বহুদূরে–ধূসর বাস্তব থেকে কল্পনার বহুবর্ণ বিচিত্র জগতে। বাড়ি ফেরার কোন উপায় তার জানা নেই। সাহায্য করতে পারে শুধু একজন–মহাশক্তিমান
ভয়াল ওজ। হলদে ইটের রাস্তা ধরে শত বাধা-বিঘœ পেরিয়ে যেতে হবে তারই কাছে। শুরু হলো তার আশ্চর্য অভিযান।
হোয়াইট ফ্যাং
হোয়াইট ফ্যাং। সুমেরুর এক অদ্ভুত কুকুর। না কুকুর, না নেকড়ে। কারণ, মা তার কুকুর হলেও বাপ ছিল জাত নেকড়ে। জন্মসূত্রে প্রাপ্ত মিশ্র-স্বভাব তাকে করে তুলেছে বদমেজাজী, নিঃসঙ্গ, হিংস্র। কিন্তু ভয়াবহ এই হিংস্রতার মাঝেও যে মানুষটিকে ভাল লেগে যায় তার জন্যে প্রাণ দিতেও কুণ্ঠা নেই।
আ কানেক্টিকাট ইয়াংকী
ইন কিং আর্থারস কোর্ট
ঊনবিংশ শতাব্দীতে মাথায় শাবলের বাড়ি খেয়ে হ্যাঙ্ক মর্গানের জ্ঞান ফিরল রাজা আর্থারের ইংল্যান্ডে। কানেক্টিকাট ইয়াংকী, অর্থাৎ হ্যাঙ্ক মর্গান, তার সমস্ত বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে রাজার প্রধানমন্ত্রী বনে গেল, বুদ্ধির খেলায় হার মানাল ঝানু জাদুকর মার্লিনকে, এবং শেষ পর্যন্ত জয় করে নিল রাজ্য?
কিন্তু কানেক্টিকাটে আর কোনদিন ফেরা হবে কি তার?
মার্ক টোয়েন
মার্ক টোয়েন বিশ্ববিখ্যাত ক্লাসিক লেখক। ১৮৩৫ সালের ৩০ নভেম্বরে ফ্লোরিডায় তার জন্ম। আমেরিকান সাহিত্যে অবদানের জন্য তাকে আমেরিকান সাহিত্যের জনক বলে ডাকা হয়। দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন, দ্য অ্যাডভেঞ্চার অব টম সয়্যার, দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এই গুণী লেখক ১৯১০ সালে ৭৪ বছর বয়সে কানেকটিকাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এল. ফ্রাঙ্ক বাউম
জ্যাক লন্ডন
Title :
ওজের জাদুকর, হোয়াইট ফ্যাং ও আ কানেক্টিকাট ইয়াংকী ইন কিং আর্থারস কোর্ট (পেপারব্যাক)